প্রকাশিত: Tue, Jan 9, 2024 9:52 PM
আপডেট: Sun, Jan 25, 2026 11:37 PM

[১]বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

রাশিদুল ইসলাম: [২] বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নির্বাচনের পর তার আইন অনুযায়ী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিজিটিএন

[৩] চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে চীন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও বাড়াতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার অংশীদারত্বের অগ্রগতি অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

[৪] মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার বিষয়ে এক সাংবাদিকের  প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানানো হয়।

[৫] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় সোমবার বাংলাদেশকে অভিনন্দন এবং নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানায়  চীন।